নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : যোধপুর পার্কের একটি আবাসনের তিনতলা থেকে উদ্ধার হল বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের (৩৫) মৃতদেহ। শুক্রবার তাঁর বাড়িতে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিচারিকা চন্দনা দাস প্রতিবেশীদের খবর দেয়। খবর দেওয়া হয় পুলিশকে। দরজা ভেঙে উদ্ধার হয় আরিয়ার বন্দোপাধ্যায়ের রক্তাক্ত দেহ। যদিও নাক দিয়ে রক্ত থাকলেও বাইরের থেকে আঘাতের চিহ্ন নেই শরীরে।
প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়া। আরিয়া অভিনয় শেখেন মুম্বইয়ে অনুপম খেরের অভিনয় স্কুল থেকে। তাঁর প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরের বছরই তিনি অভিনয় করেন ‘দ্য ডার্টি পিকচার’–এ। যদিও এরপর তিনি আর কাজ করেন নি। বাড়িতে একেবারে একাই থাকতেন আরিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়ান্দারা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।