নিউজ ডেস্ক , ১৩ ডিসেম্বর : এবার চিন থেকে ব্যবসা গোটাচ্ছে বিশ্বের অন্যতম মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং। চিন থেকে সরিয়ে উত্তরপ্রদেশে নতুন কারখানা গড়বে তারা। ইতিমধ্যেই চিন থেকে সরে আসার যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। ফলে বিশ্বের বাজারে আরও একবার বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল দেশ হিসেবে পরিচিতি পেল ভারত।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে স্যামসাংয়ের ব্যবসা খুব একটা মন্দ নয়। বিভিন্ন রকমের এবং বিভিন্ন দামের মধ্যে আকর্ষণ স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে আসে থাকে তারা। ফলে ভারতবর্ষ থেকে ভালো একটা মোটা অঙ্কের ব্যবসা প্রতিবছরই হয় স্যামসাংয়ের। অন্যদিকে চিন বিশ্বের প্রথম জনবহুল দেশ হলেও চিনে প্রচুর দেশীয় স্মার্ট ফোন কোম্পানী গড়ে ওঠায় কার্যত ব্যবসা মার খাচ্ছিল স্যামসাংয়ের। ফলে বেশ কিছুদিন ধরেই চিন থেকে পাততাড়ি গোটানোর চিন্তাভাবনা করছিল স্যামসাং। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো৷ চিন থেকে সরে নতুন ডিসপ্লে কারখানা হিসেবে সাউথ কোরিয়ান স্মার্টফোন-মেকার Samsung বেছে নিয়েছে ভারতবর্ষকে। উত্তরপ্রদেশের নয়ডায় তৈরি হচ্ছে সুবিশাল Samsung-এর নতুন ডিসপ্লে কারখানা। উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে যে, নয়ডায় ₹48.25 বিলিয়ন খরচ করে ডিসপ্লে ফ্যাক্টরি তৈরি করার জন্য দক্ষিণ কোরিয়ার Samsung-কে তারা মোটা টাকার ইনসেন্টিভ দেবে। পাশাপাশিই আরও জানানো হয়েছে, ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে এই ভাবেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। জানা গেছে এই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট, যেখানে পরবর্তীতে আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।