নিউজ ডেস্ক, ১৬ ডিসেম্বর : বলিউড অভিনেতা এবং বিজেপি সাংসদ সানি দেওলকেও এবারে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকবে ১১জন নিরাপত্তা রক্ষী ও ২ জন পি এস ও৷
এবার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পাচ্ছেন বলিউড অভিনেতা এবং পাঞ্জাবের গুরদাসপুর লোকসভা কেন্দ্রে সাংসদ সানি দেওল। তাঁর ওপর হামলা হতে পারে, এই আশঙ্কার তথ্য মেলার পর তাঁকে সুরক্ষার বলয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই ওয়াই ক্যাটাগরিতে থাকবে ১১ জন নিরাপত্তা রক্ষী ও দুজন পি এস ও৷ সানি দেওয়ালের সঙ্গে সর্বক্ষণ মোতায়েন থাকবে ওই দলটি। উল্লেখ্য ২০১৯-র ২৩ এপ্রিল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন সানি দেওল। পাঞ্জাবের গুরদাসপুর লোকসভা আসনে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থী সুনীল জাখরকে ৮২ হাজারেরও বেশি ভোটের মার্জিনে পরাজিত করেন সানি৷