fbpx

রঙ ও ভোট উৎসবের আগেই করোনার দাপট নিয়ে চিন্তিত কেন্দ্র

নিউজ ডেস্ক , ২৫ মার্চ : একদিকে গণতন্ত্রের উৎসব ভোট আর অন্যদিকে রঙের উৎসব৷ এই উৎসবকে কেন্দ্র করে করোনা সংক্রমণ প্রবলভাবে বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ যদিও তার আগেই হু হু করে প্রতিদিনই বাড়ছে করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে আসন্ন বসন্ত উৎসব এবং বিধানসভা নির্বাচনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে চিন্তা রয়েছে স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজার ৪৭৬ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪ জন। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৯৫ হাজার ১৯২-এ। একইসঙ্গে মারণ ভাইরাস এখনও কাড়ছে বহু মানুষের প্রাণ। দেশে মৃতের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। পাশাপাশি মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরলের মতন রাজ্যগুলির পরিস্থিতি ক্রমশ জটিল দিকে যাচ্ছে৷ করোনার গতি যেভাবে রাজ্যগুলিতে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কিভাবে করোনাকে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীও। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না। মানুষের একাংশের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার না করার ফলে ফের করোনার গতি ঊর্ধ্বমুখী।

Next Post

"কোনও ভারতীয়ই বহিরাগত নন।", প্রধানমন্ত্রীর বক্তব্যের বুমেরাং সাংসদ মহুয়া মৈত্র-র

Thu Mar 25 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ২৫ মার্চ : দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী সকলে। রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!