আর সি টিভি সংবাদ , ১৪মার্চ :ডিমের চাহিদা মেটাতে দৈনিক মিলবে ৩ লক্ষ ডিম উৎপাদন, কোচবিহারের মেখলিগঞ্জে মাল্টিলেয়ার চিকফার্ম তৈরিতে বিনিয়োগ প্রায় ৪১ কোটি।এবার কোচবিহারে তৈরি হতে চলেছে মাল্টিলেয়ার চিকফার্ম। এই মাল্টিলেয়ার চিকফার্ম তৈরি হচ্ছে মেখলিগঞ্জের ভোটবাড়িতে। এই ফার্মে দৈনিক প্রায় ৩ লক্ষ ডিম তৈরি হবে।
আরও পড়ুন –নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা
এই ফার্মে তিন লক্ষ মুরগি রাখার ব্যবস্থা থাকছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন মাসের মধ্যেই এই ডিমফার্মের যাবতীয় পরিকাঠামো গড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জীবিকা উন্নয়ন পর্ষদের তরফে লাইফলি হুড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ভেটাবাড়ির কৃষিফার্ম এলাকায় এই কাজটি প্রাথমিক কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে ডিম উৎপাদন করা হবে। উৎপাদিত ডিম কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে পাঠানো হবে। প্রশাসন সূত্রে জানা গেছে আপাতত যা পরিকল্পনা তাতে এই ফার্ম থেকে দৈনিক ২ লক্ষ ৪০ হাজার ডিম উৎপাদন সম্ভব হবে।
আরও পড়ুন –নদীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ সংশয় ২ জনের
এই বিষয় নিয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, মেখলিগঞ্জের ভোটবাড়িতে মাল্টিলেয়ার চিকফার্মের জন্য পরিকাঠামো গড়ার কাজ চলছে। ৪০ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হবে।অগাস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই ডিমের উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।