বিহার নির্বাচনের সঙ্গে হতে চলেছে ৬৫টি কেন্দ্রে উপ-নির্বাচন

নিউজ ডেস্ক , ৪ সেপ্টেম্বর ২০ :   বিহারে নির্বাচনের সঙ্গেই সারা দেশে মোট ৬৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। উপনির্বাচন হতে পারে এরাজ্যের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে।শুক্রবার বৈঠকের পর এমনটাই জানালেন জাতীয় নির্বাচন কমিশন। সারা দেশে এই মুহূর্তে মোট ৬৪টি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।যদিও এবছর করোনা সংক্রমণের জেরে অনেক কারণে কোন কেন্দ্রেই ভোট করানো সম্ভব হয়নি।

উল্লেখ্য বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯শে নভেম্বর। এ বার বিহার বিধানসভার ভোটের সঙ্গেই সেই সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।শুক্রবার এবিষয়ে বৈঠকের পর কমিশনের তরফে এক প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে।তবে বেশ কয়েকটি রাজ্য থেকে এখন উপনির্বাচন না করানোর আর্জি জমা পড়েছিল কমিশনে।সেগুলি খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে। বিহারের বিধানসভা নির্বাচন এবং এই উপনির্বাচনগুলি এক সঙ্গে করানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটগ্রহণের পরিকাঠামো তৈরি করা।যদিও ভোটারদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টিই অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে দাবি কমিশনের।

আরও পড়ুন :  রাজ্য অনুমতি দিলে মালদা ডিভিশনে চলতে শুরু করবে ট্রেনের চাকা, জানালেন ডি আর এম যতীন্দ্র কুমার

Next Post

ভারতীয় প্রযুক্তিতে আত্মপ্রকাশ করতে চলেছে মাল্টি টাস্কিং গেম 'ফৌজি', খুশি গেমাররা

Sat Sep 5 , 2020
নিউজ ডেস্ক : লাদাখ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভারত-চীন সীমান্ত। তার আঁচে ভারতের মাটিতে চীনা দ্রব্য বর্জনে গর্জে ওঠে দেশবাসী। সে সময় টিকটক সহ একাধিক অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার আরো ১১৮ টি অ্যাপ বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। যার ফলে নিষিদ্ধ হয়েছে যুবদের সবচেয়ে জনপ্রিয় […]

আপনার পছন্দের সংবাদ