নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৬ সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে অনুযায়ী উত্তর দিনাজপুর তৃনমূল কংগ্রেসের জেলা ও ব্লক কমিটি ঘোষনা করলেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
শনিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিটির নাম ঘোষনা করেন তিনি। মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদনে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি থাকছেন কানাইয়ালাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান হয়েছেন অমল আচার্য, জেলার ইসলামপুর মহকুমার কো-অর্ডিনেটর মুসারফ হোসেন এবং রায়গঞ্জ মহকুমার কো-অর্ডিনেটর মনোদেব সিনহা। জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি থাকছেন গৌতম পাল। জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় মিত্র। সংযোজন -বিয়োজনের মাধ্যমে মোট ৮৬ জনের জেলা কমিটি ঘোষনা করলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বিধানসভা নির্বাচনের আগে এই কমিটি গড়ে এলাকায় সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
তবে এই তালিকায় বেশ কয়েকটি রদবদল হয়েছে। হেমতাবাদ ব্লক সভাপতি করা হয়েছে শেখর চন্দ্র রায়কে। আগে এই পদে ছিলেন প্রফুল্ল বর্মন। চাকুলিয়া ব্লক সভাপতি পদে মিনহাজ কে সরিয়ে নতুন দ্বায়িত্ব দেওয়া হয়েছে মহঃ সেতাবুদ্দিন কে। করনদিঘী ব্লক সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন ওয়াহাব আলী,আগে এই পদে ছিলেন সুভাষ চন্দ্র সিনহা। রায়গঞ্জ ১ ব্লকে সভাপতি থাকছেন মানস ঘোষ,রায়গঞ্জ ২ ব্লকে নতুন সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন সত্যজিত বর্মন। অন্যদিকে কালিয়াগঞ্জ টাউন প্রেসিডেন্ট হিসাবে কার্তিক চন্দ্র পালকে সরিয়ে নতুন দ্বায়িত্ব দেওয়া হয়েছে কমল ঘোষকে। রায়গঞ্জ টাউন প্রেসিডেন্টের দ্বায়িত্বে রইলেন প্রিয়তোষ মুখার্জী। ভাইস প্রেসিডেন্ট হলেন রতন মজুমদার।
দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা :
01. Sunking Das (Vice-President Uttar Dinajpur District TMYC)
02. Aniruddha Saha (Raiganj Town president TMYC)
03. Pradipto Roy Choudhury (Raiganj Town Vice-President)
04. Kushal Pramanik (Raiganj 1 Block President)
05. Kalyan Kumar Das (Secretary Uttar Dinajpur District TMYC)
06. Partha Pratim Basak (Raiganj Town General Secretary)
07. Prosenjit Saha (General Secretary Uttar Dinajpur District)
08. Chandan Shil (Vice- President Raiganj 1 Block)