
নিউজ ডেস্ক, ০৫ মে : দেশজুড়ে দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের বুকে আইপিএল আয়োজন করার সাহসী পদক্ষেপ নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। টানা তিন সপ্তাহ ধরে চলে আইপিএল। এতদিন সব ঠিকঠাক চলছিল তবে একের পর খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় মাঝপথেই খেলা স্থগিত ঘোষনা করতে বাধ্য হয় বিসিসিআই।
করোনাকালে জরুরি পরিষেবা না হওয়া সত্ত্বেও কীভাবে এতদিন আইপিএল আয়োজন করা হল সেই প্রশ্ন তুলে এবং ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বন্দনা শাহ।আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার পর আইনজীবী বন্দনা শাহ বলেন, “বিসিসিআই কর্তারা ভীষণ অহংকারী। তাই তো দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গিয়েছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের নুন্যতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। ১০০০ টাকা কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে তাদের কাছে ক্ষমা চাইতে হবে।”
দিল্লিতে করোনার প্রকোপ বেশি হওয়ায় ভেন্যু পাল্টে মুম্বাই ও মহারাষ্ট্রে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছিল বোর্ড। এ বিষয়ে বন্দনা শাহ বলেন, “মুম্বাই ও মহারাষ্ট্রেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। অথচ বিসিসিসিআই এর পরিকল্পনায় ছিল বাকি ম্যাচগুলো এখানে আয়োজন করার। এতেই প্রমাণ হয় তারা শুধু অর্থের পেছনে ছুটেছে। ক্রিকেট আমারও পছন্দের কিন্তু, দেশের বিপদের সময় অন্তত এসব নয়।”
