ডিজিটাল ডেস্ক : আর মাত্র ৩০ বছর পরেই বদলে যাবে আমাদের চেনা পৃথিবী। তবে সেই পরিবর্তনের দিক অবশ্যই ইতিবাচক! যা ভাবলেই শিউরে উঠতে হবে সকলকেই।
বিশেষজ্ঞরা অশনি সংকেত দিচ্ছেন, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে প্রায় এক হাজার কোটি। স্বাভাবিকভাবেই খাদ্যের চাহিদা বাড়বে ৫০ শতাংশ ! উল্টে কমবে জলের উৎস। বিশেষ করে পানীয় জল। মানব জাতির ততাকথিত উন্নয়নের ধাক্কায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে। সেই দুর্যোগে ফলে ১০০ কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে !
এই বিষয়ে এশিয়া মহাদেশের দুই বৃহৎ দেশ চিন ও ভারতকে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস’ (Institute for Economics and Peace ) মূলত সন্ত্রাসবাদ ও শান্তি নিয়ে এই সূচক প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিভিন্ন রিপোর্ট উদ্ধৃত করে তারা এই পরিসংখ্যান তৈরি করেছে। যাতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে আগামী দিনে বিশ্বব্যাপী অসহিষ্ণুতা বাড়বে। বৃদ্ধি পাবে হানাহানির ঘটনাও। খনিজ ও প্রাকৃতিক সম্পদের বন্টন নিয়ে দেখা যাবে সংঘর্ষ।
সংস্থার পক্ষে স্টিভ কিলিলিয়া বলেন, ১৫০ টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রায় ১০০ পাতার প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত– অনুন্নত এবং উন্নয়নশীল সব দেশেই এর বিশাল প্রভাব পড়বে। গৃহহীনের সংখ্যা বাড়ায় শরণার্থীরা উন্নত দেশের দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। চিন-ভারত ছাড়াও খাদ্য ও জলেরর সংকটে জেরবার হবে পাকিস্তান, ইরান, কেনিয়া, মোজাম্বিক, মাদাগাস্কার মত বহু দেশ। ২০৫০ সালে উদ্ভূত এই সংকট মোকাবিলার ক্ষমতাও কমে যাবে দেশগুলির। তিনি আরও বলেন, ৫০ বছর আগে যে পরিমাণ বিশুদ্ধ জল ছিল, ইতিমধ্যেই তা ৬০ শতাংশ কমে গিয়েছে !