করোনা ভ্যাক্সিন নিয়ে স্বাধীনতা দিবসের বক্তৃতায় কী বললেন প্রধান মন্ত্রী?

শান্তনু চট্টোপাধ্যায় : করোনা সংক্রমনের আবহেই শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতিতে এবছর এই অনুষ্ঠানে কাটছাট করা হয়েছিলো। অতিথি -অভ্যাগতদের সংখ্যাও ছিল হাতে গোনা।

এদিনের বক্তব্যে আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার ডাক দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন তিনটি করোনা প্রতিষেধকের ট্রায়াল চলছে। বিজ্ঞানীরা অনুমতি দিলেই, উৎপাদনের কাজ শুরু করা হবে। কমসময়ে ঘরে ঘরে যাতে সেই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া যায়,তার রোডম্যাপ তৈরী রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের স্বাস্থ ব্যবস্থার উন্নতিতে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের ঘোষনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পে প্রতিটি ভারতবাসীকে একটি করে ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডের মধ্যেই সেই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী থাকবে। এরফলে রোগীর স্বাস্থের পুরানো রেকর্ড, অসুখ, কী ওষুধ খেয়েছেন তা জানতে পারবেন চিকিৎসকেরা।

আরো পড়ুন – ভিজে যাওয়া মাস্ক পড়ছেন? বিপদ কিন্তু ওৎ পেতে রয়েছে

অনলাইনে চিকিৎসকের পরামর্শ ও ফার্মেসীর ক্ষেত্রেও উপকৃত হবেন দেশবাসী। প্রধানমন্ত্রী আরো বলেন এই প্রকল্পের ফলে স্বাস্থ ব্যবস্থায় দ্রুততা ও স্বচ্ছতা আসবে। এদিন আত্মনির্ভর ভারত গঠনের লক্ষে বেশ কিছু কর্মসূচী ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি, মহাকাশ গবেষণা থেকে করোনা মোকাবিলায় পিপিই, কিট, ভেন্টিলেটর উৎপাদন,প্রতিরক্ষা – প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের ছবিটি তুলে ধরেন তিনি।

Next Post

১৫ই আগষ্টেই কেন ! ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়?

Sat Aug 15 , 2020
নিজস্ব সংবাদদাতা :  ৭৩ পেড়িয়ে ৭৪ এ পা দিল ভারতের স্বাধীনতা দিবস। নীল সাদা আকাশে এভাবেই গর্বের সাথে বুক চিতিয়ে জ্বলজ্বল করছে ভারতের তিরঙ্গা। গেরুয়া, সাদা আর সবুজের এক চাদরে ঢেকেছে ১৩০ কোটি ভারতবাসী। তবে এবছর করোনা আবহে স্বাধীনতা দিবসের আড়ম্বরতায় কিছুটা কাটছাট হলেও তেরঙ্গার প্রতি শ্রদ্ধায় কোনো খামতি হয়নি। […]

আপনার পছন্দের সংবাদ