fbpx

এবারের দেওয়ালির উপহার হিসেবে ভারতকে কি দিল সৌদি?

নিউজ ডেস্ক , ০৭ নভেম্বর :  এ কি কাজ করল সৌদি? অপ্রত্যাশিত ভাবেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিট -বালতিস্তানকে তাদের মানচিত্র থেকে বাদই দিয়ে দিল সৌদি আরব! পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অ্যাক্টিভিস্ট আমজাদ আইয়ুব টুইট করে বলেছেন, পাকিস্তানের মানচিত্র থেকে পাক অধিকৃত জম্ম-কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানকে সরিয়ে দিয়েছে সৌদি আরব।

তিনি ক্যাপশনে আরও লিখেছেন, ভারতকে দীপাবলিতে সৌদি আরবের উপহার হল গিলগিট-বালতিস্তান ও কাশ্মীর বিহীন পাকিস্তানের মানচিত্র! জানা গিয়েছে , চলতি বছরের ২১-২২ নভেম্বর জি-২০ সম্মেলন উপলক্ষে ২০ রিয়ালের স্মারক নোট প্রকাশ করেছে সৌদি। বিশ্বের মানচিত্রে গিলগিট-বালতিস্তান ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে তাতে উল্লেখ করা  হয়নি। প্রসঙ্গত, এর আগে ইমরান খানের সরকার পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল।সেখানে ভারতের বিভিন্ন স্থান সেই মানচিত্রের অন্তর্ভুক্ত রাখা হয়। ভারত সরকার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করেছে। সেই ঘটনার এক বছরেরও বেশি সময় পর সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Next Post

নিরমা ডিটারজেন্টের প্যাকেটের ছবিটি কার ? জানেন কী ?

Sat Nov 7 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ০৭ নভেম্বর :   জামাকাপড়ে কড়া দাগ-নির্মূল করতে ভরসা ডিটারজেন্ট। আর এই করোনা পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ডিটারজেন্টের কোন বিকল্প নেই। সেই প্রাচীনকাল থেকে বাংলা ও বাঙালি পরিচিত ডিটারজেন্ট ‘নিরমা’ র সাথে। ৮০ র দশকের […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!