গাড়িতে উঠলেই বমি ! সমাধান হাতের মুঠোয়

নিউজ ডেস্ক , ঋজু রায়চৌধুরী  : করোনা আবহে বাইরে বেরোনোর উপায় এখন নেই। কিন্তু কাজের জন্যই হোক, বা সাধারণ ঘুরতে যাওয়া, গাড়ি একমাত্র ভরসা। কিন্তু অনেকেরই এই গাড়িই সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন? তা হল বমি(vomiting)। বিষয় টি অনেকের অপছন্দ হলেও, আপনার আমার পরিবার বা আশেপাশে প্রচুর মানুষ আছেন যারা এই সমস্যায় জর্জরিত। বাসে বা গাড়িতে চাপার পর কিছুক্ষণ ঠিকঠাক, কিন্তু তারপরই হঠাৎ সমস্যা শুরু। মাইগ্রেন, মাথাব্যথা বা হজমের সমস্যা থেকেই এই বমির সূত্রপাত। কিন্তু এই সমস্যা থেকে রেহাই দেবে আপনার হাতের কাছে থাকা কয়েকটি জিনিস।

১) জিরা : বাড়ি থেকে বেরোনোর আগে বা গাড়িতে ওঠার আগে আপনার হাতের তালুতে এক চিমটি জিরা ও বিটনুন নিন। সামান্য ঘষে মুখে দিয়ে চিবিয়ে ফেলুন।এবার একগ্লাস জল খেয়ে বেরিয়ে পরুন।

২) লেবু-নুন : বাড়িতে লেবু বা মৌসম্বি প্রায় সবারই থাকে। গাড়িতে ওঠার আগে এক খণ্ড পাতিলেবু বা মৌসম্বি লেবু বিটনুন সহযোগে চুষে খেয়ে নিন। এক খণ্ড লেবু বা লেবুপাতা হাতে নিয়ে গাড়িতে উঠুন। যখনই গা গোলাবে, লেবুর গন্ধ নিন, সমস্যা দূরে যাবে।

৩) লবঙ্গ-জল : এক লবঙ্গ, কিন্তু তার গুণাবলি প্রচুর।যেদিন বেরোবেন তার আগের রাতে কিছুটা লবঙ্গ জলে ভালো করে ফুটিয়ে রাখুন। বেরোনোর আগে ওই জল খেয়ে বেরোন।

৪) আদাকুঁচি : বাসে বা গাড়িতে উঠলে ছোট একটি কৌটোয় আদাকুঁচি বিটনুন মিশিয়ে রাখুন। গা গোলালেই মুখে এক টুকরো করে দেবেন।

Next Post

দ্বিতীয় সেমিফাইনালে জয়ী সেন্ট লুসিয়া জুকস, ফাইনালে মুখোমুখি নাইটদের সাথে

Thu Sep 10 , 2020
নিউজ ডেস্ক :  জনশূন্য স্টেডিয়ামে চলছে অষ্টম বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) সেমিফাইনাল পর্বের খেলা। লিগের শুরূ থেকেই ফর্মে রয়েছে সেন্ট লুসিয়া জুকস। দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ১০ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া জুকস। অপরদিকে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জামাইকা তালাওয়ার্সকে ৯ উইকেটে হারিয়ে সি পি এলের ফাইনালে […]

আপনার পছন্দের সংবাদ