নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২২ নভেম্বর : জেলা ব্লাডব্যাঙ্কের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো সিপিআইএম। রবিবার ইটাহার হাটখোলা এলাকায় সিপিআইএম পার্টির দলীয় কার্যালয়ে প্রয়াত সিপিআইএম নেতৃত্ব রবীন্দ্রমোহন পূততুন্ডের স্মরনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে পুষ্প নিবেদন সহ প্রয়াত সিপিআইএম নেতৃত্বের ছবিতে পুষ্প নিবেদনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল।
এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে আগামী ২৬ নভেম্বর ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেন উপস্থিত নেতৃত্ব। এই কর্মসূচিতে অপূর্ব পাল ছাড়াও সমর সরকার, আহমেদ হোসেন, সিরাজুল ইসলাম, আনারুল হক, আল্পনা বর্মণ, আনন্দ বসাক, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, সিপিআইএম নেতৃত্ব রবীন্দ্রমোহন পূততুন্ড প্রয়াত হয়েছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী ২৬ নভেম্বর ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করার শপথ নেন বাম নেতৃত্ব। পাশাপাশি এই করোনা অতিমারীতে সকল স্তরের মানুষের কাছে এবং মুমূর্ষু রোগীদের কাছে রক্ত পৌঁছে দিতে বদ্ধপরিকর বাম নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল, সমর সরকার, আহমেদ হোসেন, সিরাজুল ইসলাম, আনারুল হক, আল্পনা বর্মণ, আনন্দ বসাক, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।