পাট গাছ নষ্টের অভিযোগ উঠল বি এস এফের বিরুদ্ধে

পাট গাছ নষ্টের অভিযোগ উঠল বি এস এফের বিরুদ্ধে

নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১৯ই মে :সীমান্ত এলাকায় প্রায় বিঘা খানেক জমিতে লাগানো পাট গাছ ভেঙ্গে ফেলার ঘটনায় ক্ষোভ ছড়াল গ্রামবাসীদের মধ্যে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হিলি থানার গোবিন্দপুর গ্রামে।

তাদের অভিযোগ, রাতের অন্ধকারে বিএসএফ পাট গাছ ভেঙ্গে দিয়েছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখতে পান, ভারত – বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছের প্রায় এক বিঘা জমিতে থাকা পাটগাছ লন্ডভন্ড করে ভাঙ্গা রয়েছে। এই ঘটনায় তারা প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

বালুরঘাট রেল স্টেশন থেকে চালু হলো বৈদ্যুতিক ট্রেন পরিষেবা

 

অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল। জানা গিয়েছে নজরদারি ঠিকঠাক রাখতে সীমান্ত এলাকায় উচ্চতা বিশিষ্ট ঘন গাছের চাষ করা নিষেধ রয়েছে৷ তাতে নজরদারি চালাতে সুবিধে হয় বি এস এফের৷ রাজনৈতিক দলগুলোর বক্তব্য, পাট গাছ লাগানোর সময় বিএসএফ বাধা দেয় নি কেন? ফলন্ত গাছ নষ্ট হ‌ওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিষয়টি তদন্ত করে প্রশাসনের দেখা উচিত। পাশাপাশি, সীমান্ত লাগোয়া এলাকায় পাট চাষ করতে না পারলে, বিকল্প চাষের ব্যবস্থার সহায়তা করতে হবে প্রশাসনকে বলেও দাবি করেন বিভিন্ন দলীয় নেতৃত্ব৷যদিও ৬১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Next Post

২০ বছর নিখোঁজ, অবশেষে মিলল বাড়ির ঠিকানা

Sat May 20 , 2023
নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,২০ই মে :বিগত ২০ বছর থেকে নিখোঁজ। বহু খোঁজাখুঁজি করেও খুঁজে পাননি বাড়ির লোক। দীর্ঘ প্রয়াসের পর তাকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন সকলে। অবশেষে যেন সূর্য উদয় হল শুক্রবার। মালদার মানিকচকের ভূতনি থানার আচমকা একটি ফোনে আতকে ওঠে সকলে। খবর মিলতেই সকলে ছুটে যায় ভূতনি […]

আপনার পছন্দের সংবাদ