নিউজ ডেস্ক, ১৯ অক্টোবর : ফের ধর্ষণের ঘটনায় নাম উঠে এলো উত্তরপ্রদেশের। বন্দুকের নল গায়ে ঠেকিয়ে এক দলিত যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠলো এলাকার দুই ব্যাক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। দুই অভিযুক্তের মধ্যে একজন প্রাক্তন গ্রাম প্রধান বলে জানা গিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা-মা রবিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটলেও রবিবার থানায় রিপোর্ট দায়ের হয়েছে। নির্যাতিতার বাবা মা এর অভিযোগ, ঘটনার দিন তারা বাড়িতে ছিলেন না। তাদের মেয়ে বাড়িতে একাই ছিল। সেই সুযোগ অভিযুক্ত দুই ব্যাক্তি বাড়িতে ঢুকে তাদের মেয়ের গায়ে বন্দুকের নল ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করে। এমনকি ঘটনার কথা কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই ভয়েই অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে তাঁরা জানান।
ঘটনার পরিপ্রেক্ষিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ ছাড়াও আইপিসির একাধিক ধরায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার কথা চাউর হতেই দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশ জুড়ে একের পর ধর্ষণের ঘটনায় স্বভাবতই মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল।