নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ করোনা সংক্রমণ নিয়ে গোটা বিশ্ব কার্যত স্তব্ধ৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে সর্বপ্রথম করোনা টিকা বাজারে নিয়ে এসে সাড়া ফেলে দিয়েছে রাশিয়া৷ তবে রাশিয়ার টিকা কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাষ্ট্র৷ এবারে করোনা প্রতিষেধক আবিষ্কারের পথে মার্কিন যুক্তরাষ্ট্রও। সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তাই তার আগে আগামী পয়লা নভেম্বর করোনার প্রতিষেধক এনে দেশবাসীকে স্বস্তি দিতে থেকে প্রতিষেধক বিলির কাজ শুরু করে দিতে চায় আমেরিকা ৷
সেই মতো রাজ্য সরকার গুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বিশেষ সূত্রে খবর, বুধবার হোয়াইট হাউস থেকে এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে। নভেম্বরে প্রতিষেধক বাজারে আসার পর কিভাবে তা বিতরণ করা হবে তার রুপরেখা ও পরিকল্পনা তৈরির জন্য রাজ্য গুলিকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানিয়ে দিয়েছে কারা আগে প্রতিষেধক পাবে, কিভাবে প্রতিষেধজ বিতরণ হবে তা রাজ্যগুলিকে স্থির করতে হবে। সেই মতো আবেদন করলে বরাদ্দ করা হবে প্রতিষেধক।
উল্লেখ্য করোনার প্রতিষেধক তৈরির শেষ ধাপে পৌঁছে গিয়েছে মার্কিন সংস্থা মোডার্না আইএনসি (Moderna Inc) এবং ফাইজার আইএনসি। মোডার্না মার্কিন সরকারের সমর্থনে গবেষণার তৃতীয় পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে বলে খবর। অন্যদিকে ফাইজারের টিকার ট্রায়াল চলছে বিশ্বের কয়েকটি দেশে। দুটি প্রতিষেধকই ট্রায়ালের একেবারে শেষপর্যায়ে রয়েছে। কিন্তু নভেম্বরের আগে এদের ট্রায়াল শেষ হবে কিনা সেটাই এখন লাখ প্রশ্ন৷