৯ কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

নিউজ ডেস্ক , ২৫ ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে চলা কৃষক আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। প্রায় ৯ কোটি কৃষক লাভবান হবে এতে৷ শুক্রবার এই যোজনায় কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়৷ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পটি মোদি সরকার ২৪ শে ফেব্রুয়ারী ২০১৯ চালু করেছিল। এই প্রকল্পের আওতায় সরকার প্রতি বছর ক্ষুদ্র কৃষকদের তিন কিস্তিতে মোট ৬০০০ টাকা দিয়ে থাকে। প্রথম কিস্তি ১ লা ডিসেম্বর থেকে ৩১ শে মার্চের মধ্যে, দ্বিতীয় কিস্তি সরাসরি ১ লা এপ্রিল থেকে ৩১ শে জুলাই এবং তৃতীয় কিস্তি ১ লা আগস্ট থেকে ৩০ শে নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। পশ্চিমবঙ্গের কৃষকরা কেন্দ্রের দেওয়া এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি রাজ্যে চালু করতে দেননি বলে অভিযোগ মোদি সরকারের। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ফলে দেশের ১৪ কোটি কৃষক লাভবান হবেন, এই লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে আপাতত পশ্চিমবঙ্গ ছাড়া, অন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন করায় লাভবান হয়েছেন ৯ কোটি কৃষক।

Next Post

ভবঘুরেদের জন্য ভবন পুরসভার

Fri Dec 25 , 2020
নিউজ ডেস্ক , ২৫ ডিসেম্বর : এবার থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর ও সংলগ্ন এলাকার ভবঘুরেদের আর রেল ষ্টেশন প্ল্যাটফর্ম, রাস্তাঘাট ও বাস টার্মিনাসে রাত কাটাতে হবে না। তাঁদের থাকার জন্য শহরের দুর্গানগর এলাকায় পুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে চারতলা ভবন তৈরি হয়েছে। জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্প থেকে এই ভবনটি […]

আপনার পছন্দের সংবাদ