পূর্ব মেদনীপুর, ৮ মার্চ: মন্দারমনির সমুদ্রে তলিয়ে মৃত্যু হল ২ পর্যটকের।আহত আরও দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে কলকাতা থেকে বেড়াতে এসেছিলেন এই পর্যটকের দল। রবিবার বিকেলে মন্দারমনির সমুদ্রে স্নানে নামেন এরা। স্নানে নেমে সমুদ্রের কিছুটা ভেতরে ঢুকে পড়েন পর্যটক দলের ৪ জন। সেই সময় সমুদ্রের একটি বড় ঢেওয়ের কারণে ঘটে যায় বিপত্তি।
মৃতরা হলেন সরিম সারফোরোজ (২৩)। তিনি কলকাতার বালিগঞ্জ এর সিক্স সার্কাস রেঞ্জ এর বাসিন্দা ছিলেন। মৃত্যু হয়েছে সৃষ্টি গুপ্তা নামে কলকাতা পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা এক যুবতীর।