নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর : আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন আগামী ৩ নভেম্বর। আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় এবার প্রচুর সংখ্যক ভোটার এই ভোটে অংশ নিয়েছে। শনিবার আগাম ভোট দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।
উল্লেখ্য, এদিন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই ভোট দিয়েছেন পাঁচ কোটিরও বেশি মার্কিন নাগরিক। যা নির্বাচনের ইতিহাসে এক বিরল ঘটনা।
জামা গিয়েছে , এখনও পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখেরও বেশি ভোটার। এদিকে করোনার ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেও নির্বাচনী প্রচার আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
করোনা অতিমারীতে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই মার্কিন নাগরিকেরা আগাম ভোটে উৎসাহ দেখাচ্ছেন।