নির্বাচনের আগেই ভোট দিলেন ট্রাম্প !

নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর :   আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন আগামী ৩ নভেম্বর। আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় এবার প্রচুর সংখ্যক ভোটার এই ভোটে অংশ নিয়েছে। শনিবার আগাম ভোট দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

উল্লেখ্য, এদিন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই ভোট দিয়েছেন পাঁচ কোটিরও বেশি মার্কিন নাগরিক। যা নির্বাচনের ইতিহাসে এক বিরল ঘটনা।
জামা গিয়েছে , এখনও পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখেরও বেশি ভোটার। এদিকে করোনার ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেও নির্বাচনী প্রচার আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
করোনা অতিমারীতে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই মার্কিন নাগরিকেরা আগাম ভোটে উৎসাহ দেখাচ্ছেন।

Next Post

পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসে রেশন পাবেনা পশ্চিমবঙ্গ, জানিয়ে দিল কেন্দ্র, সংঘাতের আশঙ্কা

Sun Oct 25 , 2020
নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর :   সরকারি রেশন-সংক্রান্ত পোর্টালে তথ্য না দেওয়ার অভিযোগে নভেম্বর মাসে রেশন সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারকে বরাদ্দ করবে না কেন্দ্র। এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা। এনিয়ে স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, করোনা (Corona virus) সংক্রমণ […]

আপনার পছন্দের সংবাদ