তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে নতুন কর্মসূচী তৃণমূল সুপ্রিমোর

তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে নতুন কর্মসূচী তৃণমূল সুপ্রিমোর

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ অক্টোবর : দুহাজার একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে যেতে উদ্যোগী হয়েছে এরাজ্যের শাসকদল।

এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়ার লক্ষ্যে ‘তপশিলি সংলাপ’ নামক বিশেষ কর্মসূচির সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচীর ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দলের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার। এদিন পতাকা নেড়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। বুধবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই কর্মসূচীর সূচনা হয়। অরিন্দম বাবু ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফুল্ল বর্মন, চন্দন বর্মন, প্রশান্ত দাস সহ অন্যান্য নেতৃত্ব। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচিতে মূলত তপশিলি নেতাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এই গাড়ির সাথে বিভিন্ন তপশিলি এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের কর্মকান্ড তুলে ধরবেন। শুনবেন মানুষের অভাব-অভিযোগ। অরিন্দম বাবু বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য যে সকল জনকল্যাণমুখী প্রকল্প ও বিপুল কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তার কথা গ্রাম বাংলার মানুষের কাছে গিয়ে তুলে ধরবেন তপশিলী নেতারা। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় যাবেন এই টীমের সদস্যরা। মানুষের কোনো সমস্যা থাকলে সেসব দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

Next Post

জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

Wed Oct 7 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ০৭ অক্টোবর : ফের বড়োসড়ো সাফল্য মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ। জাল আধার কার্ড তৈরির ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। বিশেষ সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চন্ডিপুর মার্কেটের একটি দোকান থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের […]

আপনার পছন্দের সংবাদ