নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২১ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়ণ না হলে তার প্রভাব পড়বে মতুয়া সম্প্রদায়ের উপর, এবিষয়ে কেন্দ্রের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন- সোমবার রায়গঞ্জে মতুয়া সঙঘের এক সমাবেশে যোগ দিতে এসে এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা মতুয়া সংঘের মহা সংঘাধিপতি শান্তনু ঠাকুর।
সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত লাগু করার দাবিতে রায়গঞ্জ শহরে বিরাট মতুয়া মহাসমাবেশ ও পদযাত্রা করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মতুয়া সংঘের মহাসমাবেশ ও পদযাত্রায় অংশ নেন বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর, মতুয়া সংঘের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বাবুলাল বালা সহ শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করেছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আইন লাগু হয়নি। সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও বহু উদ্বাস্ত ও মতুয়া সম্প্রদায়ের মানুষ এই নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর সুফলের দিকেই তাকিয়ে রয়েছেন। এপ্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন,” অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উচিত মতুয়া সমাজের কাছে এসে সি এ এ নিয়ে কেন্দ্রের কী অবস্থান রয়েছে তা জানানো । বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন চালু না হলে তার প্রভাব পড়বে মতুয়া সমাজের কাছে।