নিউজ ডেস্ক , মালদা , ১১ই সেপ্টেম্বর : অঙ্গনওয়ারীতে চাকরী দেওয়ার নাম করে ভাইরাল তৃণমূল নেতার অডিও।ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুরের পলাশবোনা গ্রামে।অভিযোগের আঙুল তৃণমূলের তফশিলী উপজাতির মোর্চা সংগঠনের নেতা চুনিয়া মূর্মুর বিরুদ্ধে।
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ শাসকদলের আদিবাসী সংগঠনের নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নেতার অডিও ক্লিপ। ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুরের পলাশবোনা গ্রামে।জানা গিয়েছে, সম্প্রতি মালদা জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।পলাশবোনা গ্রামের বাসিন্দা ললিত মাহাতোর স্ত্রী জয়ন্তী মুর্মু আশাকর্মী পদের জন্য আবেদন করেন। এরপরই এই চাকরী করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তৃণমূলের তফশিলী উপজাতির মোর্চা সংগঠনের নেতা চুনিয়া মূর্মু। মৌখিক পরীক্ষার আগে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ওই দম্পতির কাছে দেড় লক্ষ দাবী করে চুনিয়া মূর্মু। এমনকী এই টাকা চাওয়া কথোপকথনের অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিওর সত্যতা যাচাই করে দেখেনি আরসিটিভি কর্তৃপক্ষ। তবে টাকা না দেওয়ায় ওই দম্পতিকে হুমকী দেওয়ার অভিযোগ উঠেছেঅন্যদিকে এই ঘটনার তীব্র কটাক্ষ করেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি। চাকরী দেওয়ার নাম করে তৃণমূল সীমাহীন দূর্নীতি করেছে বলে অভিযোগ তার।তবে বক্তব্যটি চুনিয়া মূর্মুর কিনা তা প্রমাণসাপেক্ষ। তবে অভিযোগ প্রমাণিত হলে দলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসদলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর।