নিজস্ব সংবাদদাতা , বংশীহারী : টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জুরাহার এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রুহুল আমিন (৩৪)। পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত ওই ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে টোটো চালক রুহুল নিজস্ব টোটোর ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি তাকে বুনিয়াদপুরের রশিদপুর হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : লকডাউনে রায়গঞ্জ শহরের সার্বিক চিত্র