নিউজ ডেস্ক, ০৫ ডিসেম্বর : সরকারি চাকরির ক্ষেত্রে নয়া পদক্ষেপ গ্রহণ করলো ঝাড়খন্ড সরকার। তামাকজাত পদার্থের সেবন করলে অথবা ধূমপান করলে মিলবে না সরকারি চাকরি। ঝাড়খণ্ডের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত সরকারি কর্মীকেই রীতিমতো হলফনামা দিয়ে জানাতে হবে তামাক সেবন থেকে দূরে থাকার কথা। হেমন্ত সোরেনের সরকার রাজ্যে যে কোনও রকম তামাক সেবন বন্ধ করতে বদ্ধপরিকর।
২০২১-এর ১ এপ্রিল থেকে এমন নিয়ম কার্যকরী হতে চলেছে সেই রাজ্যে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি দপ্তরে কেউই ধূমপান কিংবা কোনও রকম তামাক সেবন করতে পারবেন না। কেবল অফিসে এসেই নয়, কোনও সময়ই তামাকজাত দ্রব্যের নেশা করতে পারবেন না রাজ্যের সরকারি কর্মীরা। এক সরকারি সূত্র জানাচ্ছে, নিষিদ্ধ দ্রব্যের তালিকার মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা, পান মশলা, জর্দা, সুপোরি। এছাড়া নিষিদ্ধ করা হচ্ছে হুঁকো কিংবা ই-সিগারেট বা অন্য সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহারও। পুলিশের সদর দপ্তর থেকে শুরু করে জেলা ও ব্লক স্তরের সমস্ত দপ্তরই “তামাক মুক্ত” হতে চলেছে বলে বৃহস্পতিবার রাজ্যের তামাক নিয়ন্ত্রণ কমিটির প্রধান সম্পাদক সুখদেব সিং এক নির্দেশিকায় জানিয়েছেন। “টোব্যাকো ফ্রি জোন” লেখা বোর্ড এবার থেকে কেবল সরকারি দপ্তরই নয়, সমস্ত বেসরকারি ক্ষেত্রের সংস্থাগুলিরও প্রধান ফটকেও ঝুলবে। নেশা মুক্ত রাজ্য গড়তেই এমন পদক্ষেপ বলে দাবী রাজ্য সরকারের।