নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১২ অক্টোবর : রায়গঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসল অস্থায়ী পুলিশ ক্যাম্প। ভগ্নদশাগ্রস্ত জঙ্গলাকীর্ণ জমিদারবাড়ির আগাছা কেটে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় খুশী এলাকাবাসি। জেলা পুলিশের দাবি আগামীতে এখানে পূর্নাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরী করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য রায়গঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী বাহিন জমিদারবাড়ি। তবে বর্তমানে কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে এর আসলরুপ। তবে ধ্বংসাবশেষ আজো সুপ্রাচীন ইতিহাসকে মনে করিয়ে দেয়। পরিত্যক্ত এই রাজবাড়ী সমাজবিরোধীদের আখরায় পরিনত হয়েছে বর্তমানে।বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী। নদী পেরোলেই বিহার রাজ্য। বিহার থেকে সমাজবিরোধীরা খুব সহজেই নদীপথে বাহিন অঞ্চলে এসে অপরাধমূলক কাজকর্ম করে পালিয়ে যায়। রায়গঞ্জ থানা থেকে ১২ কিলোমিটার দূরত্বে হওয়ায় রায়গঞ্জ পুলিশ খুব বেশী সেখানে নজর দিতে পারে না। বাহিন জামিদার এই বিশাল সম্পত্তি ছেড়ে আসার পর তারা রক্ষনাবেক্ষনে নজর দিতে না পারায় রক্ষনাবেক্ষনের ভার ভারত সেবাশ্রম সংঘের হাতে অর্পন করে।তবে ভারত সেবাশ্রম সংঘ সেইভাবে রক্ষনাবেক্ষনে নজর না দেওয়ায় জমিদারের বংশধরদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে ঝোপঝাড় জঙ্গল কেটে সেখানে তৈরী হল পুলিশ ক্যাম্প।বাহিনে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশী। বাসিন্দাদের অভিযোগ,এই ভগ্নাগ্রস্থ জমদারবাড়িতে শহরের বিভিন্ন এলাকার যুবকরা এসে অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ত।ভয়ে তাদের কিছু বলা সম্ভব হত।
পুলিশকে খবর দিলে পুলিশ ঠিকমত আসত না।ফলে তাদের চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হত। আজ সেই পরিস্থিতি বদলে দিয়ে পুলিশ ক্যাম্প তৈরী হয়েছে। এই অঞ্চলে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় খুশী স্থানীয় ব্যাবসায়ীরাও। তারা জানিয়েছেন,” দুষ্কৃতিদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে বাহিন এলাকা। চুরি,ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের সমস্যা ছিলো। ব্যাবসায়ীরাও আতংকে থাকতেন। পুলিশ ক্যাম্প হওয়ায় ভরসা পাচ্ছি। ” পুলিশসূত্রে জানা গিয়েছে গত জুনমাসে অসামাজিক কাজকর্ম বন্ধে পুলিশ ফাঁড়ির দাবী জানিয়েছিলেন স্থানীয় ব্যাবসায়ীরা। গ্রামবাসীদের এই দাবী মেনেই এলাকায় পুলিশ ক্যাম্পের ব্যাবস্থা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আপাতত একজন এস আই ও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ক্যাম্প পরিচালনা করা হবে। সবমিলিয়ে পুলিশের এই সিদ্ধান্তে খুশী সাধারন মানুষ।