নিউজ ডেস্ক,২৬ইজানুয়ারিঃবৃহস্পতিবার ২৬শে জানুয়ারি ভারতের ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের আজকের দিনেই ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।সংবিধানের সহযোগিতায়, এদিন একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। সেকারনে এই দিনটি প্রতিটি দেশবাসীর কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ন। প্রতিবছরের মত এবছরেও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে রায়গঞ্জের স্টেডিয়ামে দিনটিকে যথাযথ মর্যাদার সাথেই উদযাপন করা হয়। এদিন সকাল ৯ টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। এদিন বক্তব্য রাখতে জেলার সামগ্রীক উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন জেলাশাসক।এদিন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও পুলিশ সুপার সানা আখতার মাঠ পরিক্রমা করেন। সকলের অভিবাদন গ্রহন করেন তারা। পরবর্তীতে কুচকাওয়াজে অংশ নেয় জেলা আরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা।এদিন রায়গঞ্জ স্টেডিয়ামের অনুষ্ঠানস্থলে অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিভিন্ন আঙ্গিকে অংশ নেয় একাধিক কলাকুশলী।
শহরে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন
