নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : এবারে জলাশয় থেকে উদ্ধার হল ডিজিটাল রেশন কার্ড। মঙ্গলবার এই ঘটনায় শোরগোল মালদা জেলার মানিকচকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং ব্লক প্রশাসনিক আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা,প্রথম খেলায় জয়ী হুগলী ও উত্তরদিনাজপুর
রেশন বন্টন দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবারে জলাশয় থেকে উদ্ধার হলো বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার মানিকচকে। জানা গিয়েছে, মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি জলাশয়ে স্থানীয় মৎস্যজীবীরা জল পরিস্কার করছিলেন, ঠিক সেই সময়ই এমন ঘটনা নজরে আসে। উদ্ধার হয় প্রায় ১০০ টি রেশন কার্ড।
দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচার
ঘটনায় এলাকায় ভিড় জমে যায় স্থানীয়দের। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেন মানিকচক থানার পুলিশ কর্মীদের। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এবং ব্লক প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। যদিও এব্যাপারে কোন রহস্য রয়েছে কিনা এবং এই রেশন কার্ডগুলি কিভাবে সেখানে এলো সে বিষয়ে রীতিমত প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।খবর পেয়ে সরোজমিনে এলাকায় পরিদর্শনে যান মানিকচক ব্লকের বিডিও করমবীর কেশব। তিনি জানিয়েছেন, উদ্ধার হওয়া রেশন কার্ডগুলো বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।