নিউজ ডেস্ক , মালদা , ০৫ অক্টোবর : বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা৷ দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। একে একে করোনায় আক্রান্ত হয়েছেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এবারে করোনা আক্রান্ত হলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী।
সুত্রের খবর, গত এক সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়। টেস্টের পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে হাসপাতালে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।হাসপাতাল সুত্রে জানা যায়, তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা অনেকটাই কম থাকার ফলে তাঁকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।
