নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহিতে বা UAE তে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বহু প্রতীক্ষিত আইপিএল ‘ এর খেলা। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা “ভিভো” কে স্পনসরশীপ থেকে সরিয়ে দেওয়ার পর নতুন স্পনসর হিসেবে নাম ঢুকেছে ‘ড্রিম ইলেভেন’এর।ফলে আইপিএলের নতুন লোগোতে পরিবর্তন এসেছে।এবার সেই লোগো প্রকাশ্যে এল।আইপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই লোগো প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার মতো এবার দুবাইতে দর্শকশূন্য স্টেডিয়ামেই হওয়ার এই ক্রীড়া যজ্ঞানুষ্ঠান। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তীতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে ছাড়পত্রও পাওয়া যেতে পারে। এই নিয়ে উপর মহলে আলোচনাও চলছে।
তবে সঙ্কটের এই পরিস্থিতিতে আকর্ষণীয় এই টুর্নামেন্টের লোগো প্রকাশ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ক্রিকেট প্রেমী সাধারণ মানুষ।
Next Post
নতুন নির্বাচন কমিশনার পদে অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব
Sat Aug 22 , 2020
নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : অশোক লাভাসার ইস্তফার পর ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হলেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার। গত মঙ্গলবার নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অশোক লাভাসা এবং ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। উল্লেখ্য ২০১৮ […]
