নিউজ ডেস্ক, ২৩ নভেম্বর : গোরুর কল্যাণের জন্য আগেই আলাদা দফতর খুলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এবারে গো-দফতরের জন্য রাজ্যবাসীর উপর কর চাপানোর চিন্তাভাবনা করছে শিবরাজ সিংচৌহান সরকার।
রবিবার গোপাষ্টমী উপলক্ষে আগর মালোয়ায় ‘কামধেনু গো অভয়ারণ্যে’ বক্তব্য রাখতে গিয়ে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। আর এনিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে মধ্যপ্রদেশ সরকার। প্রায় ৩২ কোটি টাকা খরচ করে ২০১৭ সালে দেশের মধ্যে প্রথম মধ্যপ্রদেশের আগর মালোয়ায় চালু হয় কামধেনু গো অভয়ারণ্য চালু হয়৷ এবারে সেই আগর মালোয়াতেই গো দফতরের প্রথম বৈঠক আয়োজিত হয়। রবিবার গোপাষ্টমী উপলক্ষে আগর মালোয়ায় ‘কামধেনু গো অভয়ারণ্যে’ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) বলেন, গোরুর কল্যাণের জন্য রাজ্য সরকার কর বসানোর চিন্তা ভাবনা করছে। কারণ কুকুর-গোরু এসব অবলা প্রাণীরা মানুষের উপরেই নির্ভরশীল৷ তাই রাজ্যবাসীর কাছে এরজন্য আলাদা কর নেওয়ার চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য গত আগস্ট মাসে লক্ষাধিক গোশালার রক্ষণাবেক্ষণের প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অথচ পশুপালন বিভাগের জন্য বরাদ্দ হয়েছিল ১৩২ কোটি টাকা। রাতারাতি ৯০ শতাংশ খরচ কমিয়ে দেওয়া হয় বাজেটে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শিবরাজ সিংচৌহান সরকার।