নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট ১৫ সেপ্টেম্বর : করোনার বিরুদ্ধে যোদ্ধা হিসেবে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন পুলিশ কর্মীরা। ফলে তাদের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। কারণ প্রতিদিনই আইনশৃঙ্খলার কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে তাদের৷ মুখে মাস্ক বা মাথায় অ্যাপ্রোন পড়লেও রেহাই মিলছে না।
সংক্রমিত হতে হচ্ছে পুলিশ কর্মীদের। শুধু তাই নয়, করোনা সংক্রান্ত কোনো ঝামেলা হলে সেখানেও তাদের দিন রাত দৌড়তে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে বালুরঘাট থানার অন্তর্গত পতিরাম পুলিশ ফাঁড়ির ওসি সহ দশ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মালদা মেডিক্যাল কলেজ থেকে দক্ষিণ দিনাজপুরের যে ৪৫ জনের করোনা পজিটিভ এর রিপোর্ট এসেছে, তারমধ্যে পতিরাম পুলিশ ফাঁড়ির ওসি এস আই সঞ্জয় মুখার্জির (Sanjay Mukherjee) নাম রয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। তিনি ছাড়াও ওই পুলিশ ফাঁড়ির ইতিমধ্যেই আরও দু’জন অফিসার (এ এস আই), দুজন কনস্টেবল এবং পাঁচ জন সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।