নিউজ ডেস্ক : মঙ্গলবার জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব -এর ম্যানেজার করােনা আক্রান্ত হলেন। আর এতে করােনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে গেলেন দেব। এদিনই তার ম্যানেজারের করােনা টেস্টের রিপাের্ট পজেটিভ আসে । এরপরেই সাংসদ দেব ও তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন । আজ দেব ট্যুইট করে এ কথা জানান । তবে তার ম্যানেজার উপসর্গহীন বলেও জানান তিনি । তাকেও বাড়িতেই আইসােলেশনে রাখা হয়েছে । একইসঙ্গে দেব ও তার পরিবারের সদস্যরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথাও জানান ট্যুইটে । যদিও এদিনই তিনি ফের ট্যুইট করে নিজের ও পরিবারের বাকি সদস্যরা করােনা নেগেটিভ হওয়ার খবরও জানান। এতে করে কিছুটা স্বস্তিতে দেবের ফ্যানরা।
I along with the rest of the house members had also tested for Covid.
All of us have tested NEGATIVE.
So there is nothing to worry.
We are quarantining just as a precautionary measure. 😊🙏🏻 https://t.co/a74ydv0FVw— Dev (@idevadhikari) August 25, 2020
আরও পড়ুন : চিকিৎসকদের তৎপরতায় প্রান বাঁচলো ছোট্ট অনীকের