এবারে করোনা আক্রান্ত দেব-এর ম্যানেজার

নিউজ ডেস্ক :  মঙ্গলবার জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব -এর ম্যানেজার করােনা আক্রান্ত হলেন। আর এতে করােনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে গেলেন দেব। এদিনই তার ম্যানেজারের করােনা টেস্টের রিপাের্ট পজেটিভ আসে । এরপরেই সাংসদ দেব ও তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন । আজ দেব ট্যুইট করে এ কথা জানান । তবে তার ম্যানেজার উপসর্গহীন বলেও জানান তিনি । তাকেও বাড়িতেই আইসােলেশনে রাখা হয়েছে । একইসঙ্গে দেব ও তার পরিবারের সদস্যরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথাও জানান ট্যুইটে । যদিও এদিনই তিনি ফের ট্যুইট করে নিজের ও পরিবারের বাকি সদস্যরা করােনা নেগেটিভ হওয়ার খবরও জানান। এতে করে কিছুটা স্বস্তিতে দেবের ফ্যানরা।

আরও পড়ুন : চিকিৎসকদের তৎপরতায় প্রান বাঁচলো ছোট্ট অনীকের

Next Post

একনজরে দেখে নিন পুর-ওয়ার্ড ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা

Tue Aug 25 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক,রায়গঞ্জ : মঙ্গলবার অর্থাৎ ২৫ শে -আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫১। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” মঙ্গলবার পুর এলাকায় ১ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!