নিউজ ডেস্ক, ১৭ অক্টোবর : এবার করোনায় আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ এঘটনায় ব্যাপক দুশ্চিন্তায় বিজেপির নেতা কর্মীরা৷
গত ৮ ই সেপ্টেম্বর নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর থেকেই অসুস্থ খড়গপুরের সাংসদ ৷ যেকারণে সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করেছেন তিনি৷ ছিলেন হোম আইসোলেশনে। চিকিৎসকদের পরামর্শ মতো সোয়াব টেস্ট করান তিনি। এরপর রিপোর্ট পজিটিভ আসে। এক-এক করে দেখা দিতে থাকে বিভিন্ন উপসর্গ। একশোর উপরে জ্বরের পাশাপাশি সামান্য শ্বাসকষ্ট শুরু হয় শুক্রবার থেকে। বাধ্য হয়েই রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কিছুদিন আগে তিনি বলেছিলেন করোনা নাকি চলে গিয়েছে। এরজন্য বিতর্ক দেখা দেয়। যদিও পুজোর মুখে রাজ্যবাসীকে সাবধান থাকতে বলেছিলেন তিনি। অথচ পুজোর আগে নিজেই করোনায় আক্রান্ত হয়ে গেলেন। উল্লেখ্য এর আগে বিজেপির অপর সাংসদ লকেট চ্যাটার্জি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার বাদ গেলেন গেলেন না খোদ দলের রাজ্য সভাপতিও৷ তবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় প্রার্থণা জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা।