টানা ১৫ বছরে কোনও পুরুষ সঙ্গী নেই, তবুও ডিম পাড়ল পাইথন !

টানা ১৫ বছরে কোনও পুরুষ সঙ্গী নেই, তবুও ডিম পাড়ল পাইথন !

ডিজিটাল ডেস্ক :   টানা ১৫ বছরে কোনও পুরুষ সঙ্গী না পেয়েও ডিম পাড়ল ৬২ বছরের বল পাইথন! এই অদ্ভুত ঘটনায় প্রথমে বেশ অবাক হয়ে গিয়েছিল আমেরিকার মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাণবিজ্ঞানী ও সরীসৃপ বিশারদ মার্ক ওয়ার্নার বলেন, এই বয়সে বল পাইথনের ডিম দেওয়া অস্বাভাবিক ঘটনা। সাধারণত ৪ থেকে ৬ বছর বয়স থেকে ডিম দেওয়া শুরু করে বল পাইথন। ৬০ বছরের অনেক আগেই পাইথন ডিম দেওয়া বন্ধ করে দেয়।

এই ঘটনা অস্বাভাবিক হলেও পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়া ডিম দেওয়ার ঘটনা বিরল নয় বলেই জানিয়েছেন তিনি। তার কারণ যৌন জননের পাশাপাশি অযৌন জননও করে থাকে এরা। যাকে বলে ফ্যাকালটেটিভ পার্থোনোজেনেসিস (Faculty Parthenogenesis)। এই প্রক্রিয়ায় স্ত্রী বল পাইথন ভবিষ্যতের নিষেকের জন্য বীর্য মজুত করে রাখতে পারে। তবে পাইথনটি কোন প্রক্রিয়ায় জনন করেছে তা নিয়ে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। এর জন্য পাইথনটির ওপর বেশকিছু পরীক্ষা চালানো হবে।

Next Post

অকাল প্রয়াণ অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পাড়োয়ালের- শোক জ্ঞাপন সঙ্গীত জগতের তারকাদের

Mon Sep 14 , 2020
নিউজ ডেস্ক, ১৪ই সেপ্টেম্বর :  বলিউডে ২০২০ সাল একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। ঋষি কাপুর, ইরফান খান সহ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণের পর ফের হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ বিভিন্ন ভাষার জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অনুরাধা পাড়োয়ালের ছেলে আদিত্য পাড়োয়ালের ( Aditya Parwal ) অকাল প্রয়াণ ফের শোকসন্তপ্ত করে তুলেছে […]

আপনার পছন্দের সংবাদ