নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ২৬ অক্টোবর : আজ বিজয়া দশমী। মা উমা সপরিবারে ফিরে যাচ্ছেন কৈলাস পর্বতে। ফলে চারদিকে বিষাদের সুরের মধ্যেই মন্ডপে মন্ডপে চলল সিঁদুর খেলা। সোমবার সকালে রায়গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে দেখা গেল এমনই চিত্র।
প্রতিবছরই শ্রেষ্ঠ শারদোৎসবের চারটে দিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন আপামোর বাঙালি। সারা বছরের দুঃখ-বেদনাকে দূরে সরিয়ে সপরিবারে সন্তান-সন্ততিদের নিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। হৈ-হুল্লোড়, দেদার খানাপিনা এবং মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে চারটে দিন কাটিয়ে দেন সকলেই। কিন্তু এবছর সম্পূর্ণ ভিন্ন চিত্র। করোনা ভাইরাসের কারণে এবছর শারদ উৎসব ছিল এক প্রকার আড়ম্বরহীন। যেখানে বিগত বছরগুলোতে পুজোতে পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে মণ্ডপে সেখানে এবার ছিল ভিন্ন ছবি।
কার্যত অষ্টমী-নবমী রাতেও সেভাবে ভিড় হয়নি। অনেকেই বাড়ি থেকে বের হননি এই উৎসবের দিনগুলিতেও। তবে মায়ের বিদায়ের মুহূর্তে বাঙালির মন ছেঁয়েছে বিষাদের সুরে। সোমবার সকাল থেকেই রায়গঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে এই মন খারাপের ছবি ধরা পড়ে। তবুও মাকে বিদায় জানাতে সকাল থেকেই প্রস্তুত ছিলেন বাড়ির মহিলারা। মণ্ডপে মণ্ডপে চলেছে শুধু খেলা৷ সঙ্গে মাকে মিষ্টিমুখ করিয়ে সকলেই একটাই প্রার্থনা জানিয়েছে সামনে বছর আবার এসো মা।