নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : কমবেশী অনেকের মুখেই শুনতে পাওয়া যায়, বেছে বেছে তাদেরই কেন এতো বেশি মশা কামড় দেয়। আশপাশে আরো অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর। এর সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেছেন কীটতত্ত্ববিদরা। মশারা বেশি কামড়ায় যাদের তারা হলো –
‘ও’ গ্রুপের রক্ত : মশাকে আকর্ষণের ক্ষেত্রে রক্তের গ্রুপ ভূমিকা রাখে। এক্ষেত্রে পজিটিভ বা পজিটিভ বলে কিছু নেই। ব্লাড গ্রুপ ‘ও’ হলেই মশা বেশি কামড় দেবে। কারণ এই গ্রুপের রক্তে থাকে বিশেষ ধরনের গন্ধ , যা মশাকে বেশ আকৃষ্ট করে। তাই এই গ্রুপের মানুষদের বেশি মশা কামড় দেয়।
গর্ভবতী নারী : গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাঁদের কামড়াতে।
যাদের ঘাম বেশি হয় : এছাড়া যাদের দেহে ঘাম বেশি হয় তাদেরকে মশা বেশি কামড়ায়। ঘাম মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা মশাদের আকৃষ্ট করে কাছে আসার জন্য।
কাপড়ের রং : একথা অবশ্য সবাই জানে যে, কালো রংয়ের জামা কাপড় বেশি পড়লেও, তাদের মশা বেশি আক্রমণ করে। নীল, লাল রংয়ের জামা বেশি ব্যবহার করলেও মশার উৎপাত বেশি দেখা যায়। তার মশার হাত থেকে বাঁচতে যতটা সম্ভব এই রঙের জামা কাপড়গুলো কম ব্যবহার করাই ভালো।
অ্যালকোহল পানকারীদের : হাস্যকর হলেও এটাই সত্য য, অ্যালকোহল পানকারীদের মশারা বেশি কামড়ায়। এক গবেষণায় দেখা গেছে, ১২ আউন্সের এক বোতল বিয়ার পান করলেই মশারা আপনার কাছে ছুটে আসবে বেশি। বিজ্ঞানীরা সঠিক কারণ নিশ্চিত হতে না পারলেও ধারণা করছেন ইথানলের কারণে এটি হতে পারে।
জেনেটিক : কোনো কোনো মানুষের দেহ স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা হয় জিনগত কারণে। এই জন্যে মশা কাউকে বেশি কামড়ায় আবার কাউকে কম।