চলাচলের নেই রাস্তা, নেই নর্দমা, দুর্ভোগে বাসিন্দারা

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২৮ সেপ্টেম্বর :  বর্ষাকাল এলেই চরম দুর্ভোগে পড়তে হয় রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের ঠাকুরবাড়ি সংলগ্ন বাবুপাড়া এলাকার বাসিন্দাদের। এলাকাতে নেই পাকা রাস্তা কিংবা নর্দমা। ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এবিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ।

দীর্ঘদিন ধরে এলাকাতে নেই পাকা রাস্তা। জল নিকাশি ব্যবস্থাও বেহাল ৷ এমনই চরম অব্যবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ ঠাকুরবাড়ি সংলগ্ন বাবুপাড়া এলাকার বাসিন্দারা। জানা গেছে রেললাইন লাগোয়া এই পাড়াটিতে স্বাধীনতার পর থেকে কোন পাকা রাস্তাই তৈরি হয়নি। এমনকি বৃষ্টিপাত হলে এলাকার জল কোন পথ দিয়ে বের হবে সেই ব্যবস্থাও নেই। রেললাইন লাগোয়া পার্শ্বস্থ রাস্তা দিয়ে বছরের বিভিন্ন সময় চলাচল করা গেলেও বর্ষার সময় সেখানে এক হাঁটু জল জমে যায় ৷ ফলে বাধ্য হয়ে গ্রামের প্রায় ২ হাজার মানুষ রেললাইনের ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করেন। এনিয়ে দুর্ঘটনার আতংকের মধ্যে থাকতে হয় তাদের কারণ এই রেলপথ প্রতিদিন বেশকিছু ট্রেন চলাচল করে। যদিও এই মুহূর্তে ট্রেন সেভাবে চলছে না। একমাত্র মালগাড়ি ছাড়া।

দীর্ঘদিন ধরে এই চরম সমস্যার মধ্যে দিন কাটালেও পঞ্চায়েতের সদস্য কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষ সামগ্রিক উন্নয়নের ব্যাপারে উদাসীন থেকেছে বলে অভিযোগ বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার যে দাবি তারা করে আসছেন সে ব্যাপারে আজও কোন উদ্যোগ নেওয়া হয়নি এই এলাকাতে। এদিকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ জানিয়েছেন ঠাকুরবাড়ি সংলগ্ন বাবুপাড়া এলাকাটি অত্যন্ত নিচু। সেকারণে সেখানে জল জমে যায় দীর্ঘদিন ধরে। তবে অধিকাংশ রাস্তা চলাচলের সুবিধার্থে ঢালাই করে দেয়া হয়েছে। বাবুপাড়া এলাকায় রাস্তা এবং ৫০০ মিটার লম্বা পাকা নর্দমা তৈরি করতে পারলেই সেখানকার বাসিন্দাদের সমস্যা মিটবে। এব্যাপারে শীঘ্রই যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

Next Post

ফুঁসছে নাগর নদী, ভাসল বিভিন্ন গ্রাম

Mon Sep 28 , 2020
নিউজ ডেস্ক ,করণদিঘি , ২৮ সেপ্টেম্বর :   টানা পাঁচ দিন নিম্নচাপের বৃষ্টির জেরে ভেসে গেল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকা। রসাখোয়া ২ নম্বর অঞ্চলের ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে ৷ বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু প্রায় জলে ভেসে গিয়েছে। এই ঘটনায় অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন জলবন্দি মানুষেরা। এমতাবস্থায় ত্রাণের […]

আপনার পছন্দের সংবাদ