নিউজ ডেস্ক , ১৯ সেপ্টেম্বর : মদ খেয়ে বচসার জেরে দুই বন্ধুকে খুন করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলার কোতওয়ালি থানার বাড়ুয়া এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত দুজনের নাম রাজেশ দাস ও তন্ময় মল্লিক।
তারা দুজনেই ফুলের কাজ করতো। অভিযোগ, বাড়ুয়া এলাকার বাসিন্দা বাপ্পা নায়েকের একটি ফুলের দোকান রয়েছে। সেখানেই শুক্রবার রাতে পিকনিকের আয়োজন করে বাপ্পা নায়েক, রাজেশ দাস ও তন্ময় মল্লিক। পিকনিকে চলে দেদার মদ্যপান। তখনই বাপ্পা নায়েক, রাজেশ দাস এবং তন্ময় মল্লিকের মধ্যে চরম বচসার সৃষ্টি হয়। তখনই বাপ্পা নায়েক ধারালো অস্ত্র দিয়ে তার অপর দুই বন্ধুকে কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের ৷
যদিও ঘটনার পরই অভিযুক্ত যুবক বাপ্পা নায়েক মেদিনীপুরের কোতওয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। ঘটনার পর দোকানটি সিল করে দিয়েছে পুলিশ।