করোনায় জৌলুস কমছে সুদর্শনপুরের পুজো

করোনায় জৌলুস কমছে সুদর্শনপুরের পুজো

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ০৩ অক্টোবর :  রায়গঞ্জ শহরের উত্তর প্রান্তে অবস্থিত শিলিগুড়ি মোড় এলাকার সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অন্যতম সেরা আকর্ষণ দর্শনার্থীদের কাছে। এই মন্ডপে উমা মায়ের আগমনের কটা দিন ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় দিনভর। তবে এবারের করোনার আক্রমণের জেরে বাহুল্য কমেছে পুজোতে।

নিজস্ব চিত্র , রায়গঞ্জ

এবছর ৭১ তম বর্ষে পা রাখতে চলেছে এই পুজো। গতবারের তুলনায় পূজা মন্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা বহর অনেকটাই কম করার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের নির্দেশ মেনেই পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে সমস্ত দর্শককেই। তবে অন্যান্যবার একাদশীর দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় , তা এবছর করা হচ্ছে না।

Next Post

শনিবারেও কোভিড আক্রান্তের নিরিখে উদ্বেগ রায়গঞ্জে

Sat Oct 3 , 2020
নিউজ ডেস্ক,রায়গঞ্জ , ০৩ অক্টোবর : শনিবার অর্থাৎ ৩-রা অক্টোবর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৩০। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” শনিবার পুর এলাকায় নতুন করে ১১ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা। ০১নম্বর ওয়ার্ডে -০৩ জন ০২ওয়ার্ডে -০২ জন ০৩নম্বর […]

আপনার পছন্দের সংবাদ