প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট, দেখে নিন ভারতের অবস্থান

প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট, দেখে নিন ভারতের অবস্থান

নিউজ ডেস্ক , ১৭ অক্টোবর :  ক্ষুধা সুচকে চিন নয়, প্রতিবেশী দেশগুলোরও অনেক পেছনের সারিতে রয়েছে ভারত। এই সুচকে যে দেশগুলোর অবস্থা খারাপ, তাদের সঙ্গে একই সারিতে আছে ভারত। বরঞ্চ ভারতের তুলনায় পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অবস্থান অনেকটাই উত্তম। শুক্রবার প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সুচকের তালিকা। মোট ১০৭টি দেশকে নিয়ে ক্ষুধাসুচক তালিকা নির্ধারণ করা হয়েছে।

মূলত অপুষ্টি, পাঁচবছর বয়সী শিশুর উচ্চতার তুলনায় ওজনহ্রাস, শিশুমৃত্যু সহ নানান মাপকাঠিতে দেশকে বিচার করে তৈরি হয় বিশ্ব ক্ষুধা সূচক। এর রয়েছে চারটি মাপকাঠি। ১০-এর নীচে র‍্যাঙ্ক হলে অভুক্ত সবচেয়ে কম, ১০-১৯.৯ হলে মাঝারি, ২০-৩৪.৯ এর মধ্যে র‍্যাঙ্ক এলে গুরুতর। এই মাপকাঠিতে ৩৫-৫০এর মধ্যে থাকলে সেই দেশের পরিস্থিতি উদ্বেগজনক। একইভাবে ৫০এর ওপরে র‍্যাঙ্ক হলে তা অত্যন্ত উদ্বেগজনক বলে স্থির করা হয়েছে এই মাপকাঠিতে। এই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে চিন।উল্লেখযোগ্যভাবে প্রথম ২০তে স্থান পেয়েছে ব্রাজিল, চিলি, কিউবা, আর্জেন্টিনার মত লাতিন আমেরিকার বেশ কিছু দেশ। এই তালিকায় এবছরে ভারত রয়েছে ৯৪তম স্থানে। শ্রীলঙ্কা ৬৪তম, নেপাল ৭৩ তম, বাংলাদেশ ৭৫তম এবং পাকিস্তান ৮৮তম স্থানে রয়েছে। যদিও ২০১৯ সালে ভারতের র‍্যাঙ্ক ছিল ১০২ তে।ক্ষুধা মেটানোর নিরীখে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ১৭টি দেশ। এই তালিকায় এদের র‍্যাঙ্কিং রয়েছে ৫ এর নীচে। ক্ষুধা সুচকের মাপকাঠিতে অপুষ্টি ও ক্ষুধায় উদ্বেগজনক পরিস্থিতি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলির। এই রিপোর্ট আরো জানাচ্ছে ভারতে মোট জনসংখ্যার প্রায় ১৪শতাংশ অপুষ্টিতে ভুগছে। এইসুচকে ১০০র মধ্যে ভারতের স্কোর ২৭.২। অন্যান্য বছরের তুলনায় ভালো হলেও এই র‍্যাঙ্ক বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের তুলনায় অনেকটাই বছর বেশি। যদিও করোনা পরিস্থিতিতে আগামী বছরের ক্ষুধা তালিকায় বিভিন্ন দেশের অবস্থান নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন গবেষক ও বিজ্ঞানীরা।

Next Post

তৃণমূল - কংগ্রেসের সংঘর্ষে উত্তেজনা চোপড়ায়

Sat Oct 17 , 2020
নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ১৭ অক্টোবর :   চোপড়ার লক্ষ্মীপুরে কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হল এক তৃনমূল কংগ্রেস কর্মি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শনিবার। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সচিন মক্কর। জানা গেছে,শনিবার বিকেলে হাতরস ঘটনার […]

আপনার পছন্দের সংবাদ