নিউজ ডেস্ক , ইটাহার , ১৭ ডিসেম্বর : পাকা রাস্তার উন্নতিকরণের কাজের সূচনা করা হলো ইটাহারে। বুধবার সন্ধ্যা নাগাদ ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। জয়হাট অঞ্চলের দক্ষিণ শ্যামপুর মোড় থেকে জয়হাট গ্রাম পঞ্চায়েত পর্যন্ত ও চাকলা থেকে মনিপুর পর্যন্ত রাস্তা মেরামতের কাজ এবং মারনাই অঞ্চলের বাঙ্গার বাস টার্মিনাস থেকে বসরতপুর এমএসকে পর্যন্ত পৃথক তিনটি পাকা রাস্তার কাজের সূচনা করা হয় এদিন।
জেলা পরিষদের প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ হবে এই প্রকল্প রূপায়নে। এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, লক্ষ্মী রবিদাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন জানিয়েছেন, ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের দক্ষিণ শ্যামপুর মোড় থেকে জয়হাট গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এবং চাকলা থেকে মনিপুর পর্যন্ত রাস্তা মেরামতের কাজের সূচনা করা হয় এদিন। পাশাপাশি ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের বাঙ্গার বাস টার্মিনাস থেকে বসরতপুর এমএসকে পর্যন্ত রাস্তার কাজের সূচনা করা হয় এদিন। প্রায় ১০ কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা করা হয় এদিন। এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস, অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আনিসুর রহমান, সইদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।