আবহাওয়া অবশেষে স্বস্তির, তবু্ও অস্বস্তিতে রায়গঞ্জের মৃৎশিল্পীরা

আবহাওয়া অবশেষে স্বস্তির, তবু্ও অস্বস্তিতে রায়গঞ্জের মৃৎশিল্পীরা

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর :  অবশেষে রোদ ঝলমলে আকাশ স্বস্তি দিল রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীদের। এবারের পুজোর আগে টানা বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে একটানা মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে প্রতিমা শুকোতে গিয়ে জেরবার হয়েছেন তারা। তবে বাঙালির শ্রেষ্ঠ পুজোর মাত্র কয়েকদিন আগে এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ বহাল থাকলেও তারা কতটা কি করে উঠতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে অবস্থিত কুমোরটুলির শিল্পী নান্টু পালরা বলেন, এবারে করোনার কারণে আমাদের কাছে প্রতিমা তৈরির বরাত অন্যবারের তুলনায় নগণ্যই বলা চলে। আমরা কোন রকমের সংসার চালাচ্ছি। দুবেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছি, তার ওপর গুটি কয়েক অর্ডারের ভিত্তিতে কাজ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও বন্যা পরিস্থিতি সমস্যা তৈরি করেছে। তবে মঙ্গলবার থেকে পরিবেশ কিছুটা ভালো হওয়ায় ফলে স্বস্তি দেখা দিলেও বাড়তি লোক লাগিয়ে কাজ করানোর মতো আর্থিক অবস্থা এবার কারোরই নেই। সেকারনে পুজোর দিন ক্রমশ এগিয়ে গেলেও, কতটা কি করা সম্ভব তা বলা মুশকিল। এবারের দুর্গাপূজার আগে মৃৎশিল্পীরা তাদের তৈরি প্রতিমার কাজ শেষ পর্যন্ত করে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তাদের মধ্যে।

Next Post

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে পঞ্চায়েত দফতরের গেটে তালা

Wed Sep 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর :  তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের রামপুর এলাকাতে। বুধবার রামপুর পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মলয় সরকার৷ তার অভিযোগ, রাস্তাঘাট ও শশ্মানচুল্লি নির্মাণ নিয়ে আর্থিক দুর্নীতি করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম সরকার সহ তার অনুগামীরা। […]

আপনার পছন্দের সংবাদ