জল বাড়ছে টাঙ্গনের, জলের তোড়ে ভাঙল বাঁধ

জল বাড়ছে টাঙ্গনের, জলের তোড়ে ভাঙল বাঁধ

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ৩০ সেপ্টেম্বর :  বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে। মঙ্গলবার রাতে জলের তোড়ে বলরামপুর এলাকায় নদী বাঁধ ভেঙে যায়৷ ফলে হু হু করে জল ঢুকতে থাকে গ্রামগুলিতে। পরিস্থিতি সামাল দিতে রাতেই জলের তোড়ে বেহাল হয়ে পড়া বাঁধ মেরামতের কাজে নামল জেলার কুশমন্ডি ব্লক প্রশাসন।

বালির বস্তা ও বাঁশ দিয়ে অস্থায়ী ভিত্তিতে বাধ মেরামতের চেষ্টা করা হয়৷ যদিও বুধবার এলাকায় গিয়ে দেখা গেল বাঁধের ফাটল দিয়ে ক্রমাগত জল ঢুকছে গ্রামগুলিতে। উল্লেখ্য টাঙ্গন নদীর জলে ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে কুশমন্ডি ব্লকের বাগানবাড়ি, গবরাবিল, ছোটদামোদরপুর, উদয়পুর, বলরামপুর, বেসাধি পাড়া ,মহিষাকুড়ি, করণজি সহ বিস্তীর্ণ এলাকা। ফলে অসহায় অবস্থা বানভাসী মানুষদের। কোথাও এক কোমর জল আবার কোথাও বুক জলে আটকে পড়েছে বাসিন্দারা। ফলে বহু দুর্গত মানুষকে উদ্ধার করে এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে। জেলার বংশীহারি ব্লকেরও বন্যা পরিস্থিতির অবনতির দিকে।

ছবি দেখুন :

নিজস্ব চিত্র ,দক্ষিণ দিনাজপুর

টাঙ্গন নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত হল বংশীহারি ব্লকের এলাহাবাদ,গাঙ্গুরিয়া ,মহাবারি সহ বিভিন্ন এলাকা৷ বুধবার নৌকায় চেপে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ব্লকের বিডিও সুদেস্না পাল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গনেশ প্রসাদ সহ অন্যান্যরা। দুর্গত মানুষদের উদ্ধার করার পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী ও পানীয় জল পৌঁছে দিতে ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

Next Post

মেয়াদ উল্লেখের নতুন আইন, মানতে নারাজ রাজ্যের মিষ্টান্ন বিক্রেতারা

Wed Sep 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর :  আগামী পয়লা অক্টোবর থেকে সমস্ত মিষ্টির দোকানের জন্য নতুন নিয়ম চালু করছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কোন মিষ্টি কত দিনের মধ্যে খেতে হবে তা জানাতে হবে দোকানদারদের। করোনা আবহে মিষ্টির দোকানগুলোতে নতুন এই নিয়ম চালুর ব্যাপারে স্বাভাবিকভাবেই ক্ষুব্দ রায়গঞ্জের […]

আপনার পছন্দের সংবাদ