আরসিটিভি সংবাদ : মাত্র ১০-১৫ দিন আগে উদবোধন হয়েছে রাস্তার। কিন্তু এরই মাঝে রাস্তার গায়ে তৈরী হয়েছে ক্ষতচিহ্ন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে এলাকায়। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর এলাকা।
আরও পড়ুন – কংগ্রেসে যোগ প্রাক্তন বিধায়ক অমল আচার্যর একঝাঁক অনুগামীর
স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকবছর ধরে এই এলাকার প্রায় ২০০ মিটার রাস্তা বেহাল হয়ে পরেছিল। রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে পরছিলেন সাধারন মানুষ। এরপর এলাকাবাসীর দাবী অনুযায়ী সরকারি প্রকল্পে শুরু হয় রাস্তার কাজ। বরাদ্দ হয় ৭ লক্ষ ৭৪ হাজার ৭শো ৬১ টাকা। গত প্রায় দিন ১৫ আগে কংক্রিটের এই রাস্তার উদবোধন হয়েছে। কিন্তু এরই মধ্যে রাস্তা থেকে সিমেন্ট, বালি ও পাথর উঠে আসছে বলে অভিযোগ। জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের দাবী, সামান্য সাইকেল কিংবা পায়ের চাপ পরলেই রাস্তার সেই সব অংশ ভেঙে পরছে। অত্যন্ত নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ তুলে এদিন ঐ পথ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে পুনরায় রাস্তা সংস্কারের দাবীতে সরব হয়েছেন স্থানীয়রা।
এদিন ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা হামজার আলি ঘটনাস্থলে পৌছলে তাকে ঘিরে চলে বিক্ষাভ। শুরু হয় বাকবিতন্ডা। যদিও রাস্তার বেহাল হয়ে পরার অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। এখন কোন পথে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার।