নিজস্ব সংবাদদাতা , গাজোল , ৩০ নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। রবিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জামতলার গাজোল হিলি জাতীয় সড়কে। পুলিশ সুত্রের খবর, মৃতদের নাম উজ্জল পাল(২২), সে গাজলের বেলডাঙ্গা এলাকার বাসিন্দা, সুরজিৎ রায় (১৬) সে গাজলের পাঁচ পাড়া এলাকার বাসিন্দা ও কালীপদ তুডী (২৪) সে গাজলের পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাতে ওই তিন যুবক একটি বাইকে চেপে দেওতলা থেকে গাজোলের উদ্দেশ্যে যাচ্ছিল সেসময় মালদা থেকে বালুরঘাট গামী একটি ছোটো মারুতি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে সজরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীদের। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজোল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে, পরবর্তীতে গাজোল থানার পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর ঘাতক গাড়ীটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতদের পরিবারে।