
নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ , ১৭ মে : দেশজুড়ে ক্রমশই উর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের ওপরই ভরসা রাখছে বিশেষজ্ঞরা। দেশজুড়ে শুরু হয়েছে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ।
গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে করোনার টীকাকরণ। তবে ভ্যাকসিনের অভাবে বেশকিছুদিন বন্ধ ছিল প্রথম ডোজের ভ্যাক্সিনেশন। কেবল দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছিল। তবে সোমবার থেকে ফের হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল প্রথম ডোজের ভ্যাক্সিনেশন কর্মসূচি। ৪৫ বছরের উর্ধ্বে সকলকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া চলছে। পাশাপাশি যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী চলছে ভ্যাক্সিনেশন কর্মসূচি। ৪৫ বছরের উর্ধ্বে যারা ভ্যাক্সিন পায়নি তাদের সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।
