নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৭ অক্টোবর : থানার সামনের মন্দিরে চুরির ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে ধৃত দুজনের নাম জয়দেব দাস ও সুজন দাস৷ তাদের বাড়ি রায়গঞ্জ থানার কসবা মাহেশো এলাকায়। যদিও এখনো পর্যন্ত চুরি যাওয়া স্বর্নালঙ্কার উদ্ধার করা যায় নি। ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করে চুরির ঘটনার তদন্তের জন্য চার দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতে হেমতাবাদ থানার ঢিল ছোড়া দূরত্বে কালী মন্দির থেকে প্রতিমার স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। শুক্রবার সকালে মন্দির পরিস্কার করতে এসে ঘটনাটি দেখতে পান মন্দির কমিটির সদস্যরা । বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হেমতাবাদ থানা থেকে এই মন্দির দেখা যায়। থানার সেন্ট্রিতে সবসময় পুলিশ মোতায়ন থাকা সত্বেও কিভাবে মন্দির থেকে চুরি হল তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের কাছে মন্দির কমিটির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়।পুলিশ অভিযোগ পাওয়ার পরই রায়গঞ্জ থানার কসবা মহেশো গ্রাম থেকে জয়দেব দাস এবং সুজন দাস নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। মন্দির কমিটির সদস্য মনোজ মহন্ত বলেন, পুলিশ দ্রুততার সাথে দুইজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। তবে পুলিশ এখনো চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করতে পারেনি। এই বিষয়ে হেমতাবাদ থানার ওসি দিলীপ রায় বলেন, আমরা ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছি। পুলিশি জেরায় তারা সেদিন রাতের ঘটনা স্বীকার করেছে। সিসিটিভি ক্যামেরায় তাদের যেই জামায় দেখা দিয়েছে সেই জামাও উদ্ধার হয়েছে। আমরা তদন্ত করছি।