নিউজ ডেস্ক , কোচবিহার , ১২ই সেপ্টেম্বর : বিজেপির মিছিলে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। কোচবিহার জেলার শীতলকুচির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
” চোর ধরো জেলে ভরো ” এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে রবিবার এক মহা মিছিলের আয়োজন করা হয় কোচবিহারের শীতলকুচিতে। অভিযোগ, সেই মিছিল চালাকালীন মিছিলে বেশ কয়েকবার বোমাবাজি করে দুস্কৃতীরা। বিজেপির অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতীরাই এই বোমাবাজি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় জানান, ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। যদিও তৃনমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।