বিজেপির মিছিলে বোমাবাজি করার | অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে

বিজেপির মিছিলে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক , কোচবিহার , ১২ই সেপ্টেম্বর : বিজেপির মিছিলে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। কোচবিহার জেলার শীতলকুচির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। 

 ” চোর ধরো জেলে ভরো ” এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে রবিবার এক মহা মিছিলের আয়োজন করা হয় কোচবিহারের শীতলকুচিতে। অভিযোগ, সেই মিছিল চালাকালীন মিছিলে বেশ কয়েকবার বোমাবাজি করে দুস্কৃতীরা। বিজেপির অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতীরাই এই বোমাবাজি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় জানান, ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। যদিও তৃনমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে

Next Post

ছোট কাগজের ব্যাগ তৈরি করে শিরোনামে খুদে, জাতীয় স্বীকৃতি

Sat Sep 24 , 2022
নিউজ ডেস্ক , রতুয়া , ২৪ সেপ্টেম্বর : কাগজের ব্যাগ তৈরি করে সে এখন গোটা দেশে খবরের শিরোনামে। আর সেই ব্যাগ তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে মালদা জেলার রতুয়ার আত্মজা। এবারে তার লক্ষ্য হল গিনেস বুক। মেয়েকে সেই জায়গায় নিয়ে যেতে কোন খামতি রাখছেন না বাবা […]

আপনার পছন্দের সংবাদ