নিউজ ডেস্ক , ইটাহার ১৮ সেপ্টেম্বর : এক ব্যবসায়ীর ব্যাঙ্ক একাউন্ট থেকে দুটি এটিএমের মাধ্যমে খোয়া গেল দুই লক্ষ টাকা। কে বা কারা ওই টাকা তুলে নিল তা নিয়ে তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ। জানা গেছে ওই ব্যবসায়ীর নাম তাঁরা বুল হক।
তাঁর বাড়ি ইটাহার থানার দুর্লভপুর গ্রামে। হাটে হাটে ধান-পাট ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন তিনি। তাঁরাবুল হক দাবি করেছেন, গত ১৬ ই সেপ্টেম্বর বিকেল নাগাদ তাঁর বেসরকারি একটি ব্যাঙ্ক একাউন্টে তিন লক্ষ টাকার অধিক রাশি জমা করেন এক মহাজন। সেই টাকা জমা পড়ার মেসেজ তিনি মোবাইলে দেখতে পেয়েছেন। কিন্তু এর পরদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সকালে মোবাইল ফোনে মেসেজ আসে ১০ হাজার টাকা করে দশ বার টাকা তোলা হয়েছে তাঁর একাউন্ট থেকে৷
বৃহস্পতিবার একাউন্ট লক করতে না পারায় আবারও গভীর রাতে তাঁর একাউন্ট থেকে একই কায়দায় এক লক্ষ টাকা খোয়া যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলে জানতে পারেন রায়গঞ্জ শহর ও ফারাক্কা থানা এলাকার এটিএম থেকে তাঁর টাকা তোলা হয়। এঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।