নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১৯ই মে :শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ এদিন সকাল ১০ টায় ফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷ মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় জায়গা করে নিল বালুরঘাট হাই স্কুলের ছাত্র সতীর্থ সাহা৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৭
কালিয়াগঞ্জে মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে প্রতিনিধি দল
মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে৷ ছেলের এই সাফল্যে খুশি তার বাবা মা। সতীর্থর বাবা সমিত সাহা বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। সতীর্থ পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। আর সেই বড় লক্ষ্যেই পথচলা শুরু সতীর্থর।